ফেনীতে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে একজন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাকিবুল ইসলাম হাসিব (২৫)। হাসিব ফরিদপুর আলফাডাঙ্গার জাটি গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে ও পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।
আজ রবিবার সকালে পুকুর থেকে হাসিবের লাশটি তুলে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, হাসিব ঠেলাগাড়িতে ফেরি করে সবজি বিক্রি করতো। ফেনী শহরের মহিপাল এলাকায় সরকারি সার্কিট হাউজের পাশে চায়না টাওয়ার সংলগ্ন একটি কলোনিতে ভাড়াবাসায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে থাকতেন।
গত শুক্রবার বিকেলে হাসিব ওই কলোনির বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে যায়নি। স্বজনরা সম্ভাব্য সব যায়গায় খোঁজাখুঁজি করেও খোঁজ পায়নি। গ্রামের বাড়ি খবর পৌঁছার পর তার মা তাহমিনা বুলবুল শিখা ছেলের সন্ধানে ফরিদপুর থেকে ফেনীতে ছুটে আসেন। তিনি শনিবার ফেনী সদর মডেল থানায় গিয়ে ছেলের নিখোঁজের সংবাদ জানান।
আজ রবিবার সকালে হাসিবের বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয়সিংহ এলাকার হাজী আমির হোসেন মোল্লা বাড়ির পুকুরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ ওই স্থানে গিয়ে পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করে হাসিবের মাকে খবর দেন। সাকিবের মা তাহমিনা বুলবুল শিখা সেখানে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। এরপর পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, হাসিবের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পায়নি। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে পুলিশ ধারনা করছে। আপাতত এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা