চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বাজার এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকার পরও একটি কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার রাতের কোন এক সময় উপজেলার নেজামপুর বাজারে দেয়াল কেটে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানের মালিক নাচোল থানায় মামলা দায়ের করেছেন।
নেজামপুর বাজারের সূর্য এন্টারপ্রাইজের মালিক অরুণ বর্মন জানান, প্রতিদিনের মতো গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে দোকান তালা লাগিয়ে তিনি বাড়ি যান। আজ সকালে পাশের কীটনাশক দোকানদার ইয়াহিয়া খালেদ তার দোকানের দেয়ালের অংশ ফাঁকা দেখতে পেয়ে তাকে বিষয়টি জানায়। পরে দোকানের তালা খুলে দেখা যায় কীটনাশকসহ অন্যান্য বীজের প্যাকেট চুরি হয়েছে এবং বাইরে ফাঁকা কার্টুন পড়ে রয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়।
বাজার সমিতির সভাপতি জহরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল জানান, এ বাজারে সিসি ক্যামেরা লাগানো রয়েছে এবং নৈশ প্রহরী প্রতি রাতে তাদের দায়িত্ব পালন করে থাকে, এরপরও একেরপর এক চুরির ঘটনা ঘটতেই থাকছে। যা এলাকার ব্যবসায়ীদের ভাবিয়ে তুলেছে।
এ প্রসঙ্গে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, চুরির বিষয় সম্পর্কে অবহিত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন