বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান মাস্টার (৮০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকালে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বার্ধক্যসহ শারিরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শিক্ষকতা জীবনে তিনি লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর মডেল সরকারী প্রাথমিক, চরবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিন্দুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সৎ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার বাদ আসর লোহাগাছ পূর্ব মধ্যপাড়া ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজার অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন