বিশ্ব খাদ্য দিবসে বগুড়ায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর খাদ্য দিবসে অনুষ্ঠানের আয়োজন করে।
র্যালী শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দুলাল হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, এলজিইডি’র নির্বাহি প্রকৌশলী গোলাম মোর্শেদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) এনামুল হক।
বিডি প্রতিদিন/এএম