শেখ রাসেল দিবস-২০২২ সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর আড়াইটায় পৌরসভা মিলনায়তনে ক, খ ও গ গ্রুপে এই চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। পৌর মেয়র শশধর সেন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন।
এতে পৌরসভার প্রায় ৩০টি স্কুলের শতাধিক ছাত্র ছাত্রী অংশ নেয়। প্রত্যেক গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে পুরস্কৃত করাসহ অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে বলে মেয়র জানান।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন ফুলপুর পৌরসভার মেয়র মি. শশধর সেন, প্যানেল মেয়র মনিরুজ্জামান, প্যানেল মেয়র সালেহ আহমেদ, প্যানেল মেয়র (মহিলা) লিজা আক্তার, পৌর কাউন্সিলর কৃষ্ণ কান্ত সাহা, মহিলা কাউন্সিলর তাসনোভা নাসরিন নিশু, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব, নির্বাহী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েল, পৌর প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, উপসহকারী প্রকৌশলী নাজমা আক্তার, এসএসর খায়রুল আলম স্বপন ও টিকাদানকারী আহসান হাবিব মুকুল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই