জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় আনিসুর রহমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বরণ গ্রামের ফয়জুল সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সন্ধ্যার দিকে রেললাইনের উপর বসেছিলেন। এসময় চিলাহাটী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে যুবক ঘটনাস্থলে মারা যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ‘স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।’
বিডি প্রতিদিন/হিমেল