নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোকারম হোসেন নামের এক ইট ভাটার শ্রমিককে ছুড়িকাঘাত করে মোবাইলফোন ছিনতাইকালে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার তেতলাবো এলাকায় ঘটে এ ঘটনা। গণপিটুর শিকার ছিনতাইকারীর নাম সোহেল মিয়া (২৬)। তেতলাবো এলাকার মোবারক মিয়ার ছেলে তিনি।
আহত মোকারম হোসেনের বাবা আজমত আলী জানান, তিনিসহ তার ছেলে মোকারম হোসেন তেতলাবো এলাকায় শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। শনিবার রাতে মোকারম হোসেন ইটভাটা থেকে তেতলাবো বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় মোকারমের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় সোহেল মিয়া নামের এক ছিনতাইকারী। এক পর্যায়ে মোকারমের শরীরে ছুড়িকাঘাত করে ওই ছিনতাইকারী। পরে মোকারমের ডাকচিৎকারে স্থানীয় এলাকাবাসী জড়ো হয়ে ছিনতাইকারী সোহেল মিয়াকে আটক করে গণপিটুৃনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় আহত মোকারম হোসেনের বাবা আজমত আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম