গাইবান্ধায় আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে গাইবান্ধায় প্রতিটি ভোট কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলার ৭টি উপজেলার ৭টি কেন্দ্রে ১৪টি বুথ আছে। সেখানে ১৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কঠোর নিরাপত্তায় সকাল ৯টায় কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
এই নির্বাচনে জেলার ৭ উপজেলার ৮০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার মোট ১ হাজার ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটে ১ জন চেয়ারম্যান, ৭জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ইভিএমে ভোট নেয়া হবে।
এসব কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ৭ জন, সহকারি প্রিসাইডিং অফিসার ১৪ জন এবং পোলিং অফিসার ২৮ জন তাদের দায়িত্ব পালন করছেন বলে জানান জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব।
নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ), জাতীয় পার্টির প্রার্থী মো. আতাউর রহমান (ঘোড়া) ও মো. শরিফুল ইসলাম (হেলিকপ্টার)। এছাড়া ২২ জন সাধারণ সদস্য পদে ও ৮ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে ২নং ওয়ার্ডের (সাদুল্লাপুর উপজেলা) সাধারণ সদস্য পদপ্রার্থী এম এস রহমান (আওয়ামী লীগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. অলিউর রহমান বলেন, আমরা আশা করছি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ২৮২ জন পুলিশ সদস্য ও প্রতিকেন্দ্রে ১ জন করে মোট ৭ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ