সকাল ৯ টা থেকে শরীয়তপুরে জেলা পরিষদের ভোট এক যুগে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে সাধারণ সদস্য পদে ১৫ জন ও সংরক্ষিত পদে ৭ জন নির্বাচন করছেন। ৯১৫ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। মোট ৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ অফিসার, ৪ জন আনসার সদস্য, একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া জেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক প্লুটন বিজিবি ও র্যাবের মোবাইল টিম নিয়োজিত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল