ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও সিসিটিভি ক্যামেরার আওতায় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায়।
জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্য মতে, অনুষ্ঠিত নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সদস্য প্রার্থী হিসেবে ১৯ জন ও মহিলা সংরক্ষিত আসনে ৯ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় ৫টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৭৫৮ জন।
অনুষ্ঠিত নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে চার সদস্য বিশিষ্ট একটি আইন-শৃঙ্খলা সমন্বয় সেল কমিটি গঠন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আনসার, উপজেলা ভিডিপি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহারের প্রতিশ্রুতি দিয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ইতিমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোট গ্রহণ শুরু হয়েছে। সাথে সিসিটিভি ক্যামেরা থাকছে। আমরা সেটার মাধ্যমে তদারকি করছি। সুষ্ঠ ভোট উপহার দিতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। সেই সাথে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ, আনসার, র্যাব ও বিজিবিসহ সকলে প্রস্তুত রয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা