ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ জেলায় মোট ভোটার ৯৫৪ জন। এর মধ্যে ৭২৯ জন পুরুষ ভোটার ও ২২৫ জন নারী ভোটার ৬ উপজেলার ৬টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করছেন ভোটাররা।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত চশমা প্রতিকের কনক কান্তি দাস ও স্বতন্ত্র আনারস প্রতিকের ড. হারুন অর রশীদ। এছাড়া সাধারণ সদস্য পদে পুরুষ ২২ জন ও সংরক্ষিত আসনে নারী সদস্য ১৩ জন ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতি কেন্দ্রে ১০ পুলিশ, ৩টি মোবাইল টিম, প্রতি টিমে ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ৭ জন সদস্য, র্যাবের ভ্রাম্যমাণ টহল দলসহ ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ