কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভোট গ্রহণ চলবে বেলা ২টা পর্যন্ত।
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যানসহ সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত সদস্য ১৭ ও সাধারণ সদস্য পদে ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পাশাপাশি লড়ছেন আরও তিন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১৮৫ জন। তারা রাজশাহী ৯টি উপজেলার ১৮টি কক্ষে ইভিএমে ভোট দিবেন।
এদিকে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী আছে। পর্যবেক্ষণ করতে কেন্দ্রে কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সাথে ৪টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৯টি ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। সেইসাথে ৯টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ নিজ উপজেলায় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন।