টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকাল ৯টা হতে শুরু হওয়া ভোট গ্রহন একটানা চলবে দুপুর দুইটা পর্যন্ত। ১২টি উপজেলা কেন্দ্রের ২৪টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের সুশৃঙ্খলভাবে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে দেখা যায়। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১ হাজার ৭শ ২২ জন। চেয়ারম্যান হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও মধুপুরে সদস্য পদে খন্দকার শফি উদ্দিন বিনা প্রতিদ্ধন্দিতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
৩৫১ জন পুলিশ ও ৪৮ জন আনসার সদস্য নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। প্রতিটি ভোট কেন্দ্রে সাত জন পুলিশ সদস্য ও চার জন আনসার, দায়িত্ব পালন করছেন। এছাড়াও ১২টি কেন্দ্রে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/এএ