মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে একটানা বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ১৭ জন এবং সংরক্ষিত পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই চেয়ারম্যান প্রার্থী হলেন সাবেক জেলাপরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন (আনারস প্রতীক) ও এ্যাড বজলুল হক খান রিপন (চশমা প্রতীক) জেলায় ৭টি উপজেলা ও দুইটি পৌরসভায় ভোটার রয়েছেন ৮৮৯ জন। এখন পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএ