চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শুরু থেকেই জেলার চারটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটাররা ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার তারেক আহমেদ জানান, এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীসহ তিনজন, সদস্য পদে ১৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলায় মোট ভোটার ৫৬৫ জন। জেলার চার উপজেলার চার কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সব কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।
ভোটগ্রহণ চলাকালে সকাল ১১টা পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
বিডি প্রতিদিন/হিমেল