রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৯টা থেকে জেলার ৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা পর্যন্ত একটানা এই ভোটগ্রহণ চলবে।
রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সদস্য পদে ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি ভোটকেন্দ্র ভোট প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
ভোটগ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ১জন করে ইন্সপেক্টর, ১ জন এসআই, ১ জন এএসআই ও ৪ জন কনস্টেবল এবং ৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে কাজ করছেন।
সকাল সাড়ে ১০টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুম ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। তিনি বলেন, আমি সকাল থেকে দুইটি কেন্দ্র পরিদর্শন করেছি। কোন ভোটকেন্দ্র থেকে কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে হবে। এর কোন ব্যতয় ঘটলে কঠোরভাবে প্রতিহত করা হবে। এখানে অল্প সংখ্যক ভোটার হলেও বিপুল সংখ্যক উৎসুক জনতা রয়েছেন। জেলা পুলিশের সদস্যরা সকল বিষয় বিবেচনা করে কাজ করছেন।
বিডি প্রতিদিন/এএ