নরসিংদীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে জেলা পরিষদ নির্বাচন। সকাল ৯ টায় ইভিএম পদ্ধতিতে শুরু হওয়া ভোট চলবে দুপুর ২ টা পর্যন্ত। এই জেলায় মোট ৩ টি আসন বা পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী। এর মধ্যে জেলা চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন আরও ১০ জন।
মোট ১০০৩ জন ভোটারের জন্য জেলার ৬ উপজেলায় ৬ টি ভোটকেন্দ্রে মোট ১৩ টি বুথ স্থাপন করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, এই নির্বাচন নিরবিচ্ছিন্ন করতে প্রতিটি কেন্দ্র এবং আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া, নির্বাচন ঘিরে বিজিবি, পুলিশ, আনসার, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সসহ ৪৫০ এর অধিক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। এখন পর্যন্ত নির্বাচন ঘিরে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল