লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। এরইমধ্যে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মোহাম্মদ শাহাজাহান। ফলে সদস্য পদে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৫টি উপজেলায় ৬টি কেন্দ্রের ১২টি বুথে ইভিএম পদ্ধতিতে ৮২০ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে ৫টি পুরুষ ওয়ার্ডে ১৬ জন প্রার্থী ও ২টি মহিলা ওয়ার্ডে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনে ৬ জন প্রিজাইডিং অফিসার, ১২ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ২৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
তবে এ নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকইে স্ট্যাটাস দিয়েছেন। তাদের দাবি প্রতি ভোটারকে ৩০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন প্রার্থীরা।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে নির্বাচন চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ