মুন্সীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে জেলার ৬টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলা পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।
এবারের নির্বাচনে ৬টি ওয়ার্ডের মধ্যে ২নং ওয়ার্ডের পুরুষ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বাকি ৫টি ওয়ার্ডের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন প্রার্থী। অন্যদিকে সংরক্ষিত ২টি নারী ওয়ার্ডে বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন নারী প্রার্থী।
এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া শ্রীনগর উপজেলায় ২নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাহবুব উল্লাহ কিসমত। তবে ওই ওয়ার্ডে সংরক্ষিত নারী ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে।
জেলা পরিষদ নির্বাচনে ৬টি কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় ৪৫ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলে জানা গেছে। সকাল নয়টা থেকে বিরতিহীনভাবে দুপুর দুইটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানিয়েছেন, মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯২২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭০৪ জন ও নারী ভোটার ২১৮ জন। ২টি পৌরসভা ও ৬৮ টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা এই নির্বাচনে প্রত্যক্ষ ভোট প্রয়োগ করবেন।
তিনি আরো বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসার ও র্যাব সদস্য রয়েছে। এছাড়া তাদের পরিচালনা করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
বিডি প্রতিদিন/এএ