বাগেরহাট জেলা পরিষদের নির্বাচনে কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে ভোটগ্রহণ। সকাল ৯টায় জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে দুপুর ২টা পর্যন্ত। এবার প্রত্যেক কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রে ছিল সিসি ক্যামেরা। ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তার ছিল আনছার, পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছিল একাধিক মোবাইল কোর্ট। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।
বাগেরহাটের জেলা প্রশাসক আজিজুর রহমান জানান, বাগেরহাটে জেলা পরিষদের নির্বাচনে চেয়াম্যান পদে একজন প্রার্থী হওয়ায় তিনি ইতিমধ্যেই বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্যের ৯টি পদে ২০ জন ও সংরক্ষিত মহিলা সদস্যের ৩টি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রের ১৮টি ভোট কক্ষে ১ হাজার ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন