আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় সমন্বিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বুধবার বেলা ১২টায় শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত সমন্বিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহি কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্যসচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক কামরুজ্জামান টুকু, পৌর বিএনপির আহবায়ক শের আলী, পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলঅ স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল বলেন, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। সকল বাধা অতিক্রম করে আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে সাতক্ষীরা জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সেখানে যোগ দেবেন বলে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন। বিভাগীয় মহাসমাবেশকে সামনে রেখে তিনি দলীয় নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করার আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ