ময়মনসিংহের ফুলপুরে বুরো বাংলাদেশ-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিটি এ্যাওয়ারনেস প্রোগ্রাম ইন বাংলাদেশ এর আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় আজ বুধবার সকাল ১১টায় ওই সভা অনুষ্ঠিত হয়। বুরো বাংলাদেশ -এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ এর প্রকল্প কার্যক্রম পরিদর্শন ও প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠীর সাথে বিশেষ মতবিনিময় সভা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। বুরো বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার আসাদুজ্জামানের সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার সরোয়ার হোসেনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, বুরো বাংলাদেশ-এর ফুলপুর শাখা ব্যবস্থাপক একেএম মুরাদুজ্জামান, প্রকল্প ট্রেইনার ইমরান হোসেন, হেলথ সুপার ভাইজার রেজাউল করিম, হেলথ এডুকেটর মোছা. জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ