আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে বাগেরহাটের মোরেলগঞ্জে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার বনগাঁ বাজার এলাকায় গণসংযোগ লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন ও জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক আফজাল জোমাদ্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিকদার ফরিদ হোসেন, গিয়াস উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মোল্লা, আলী আজিম বাবুলসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় তাদের সাথে ছিলেন।
গণসংযোগে নেতৃবৃন্দ বলেন, বিএনপি এখন আর ঘরে বসে থাকবেনা। মামলা করে জেল খানায় নেওয়া যাবে। হামলা করে হাসপাতালে পাঠানো যাবে কিন্তু গণসমাবেশ বন্ধ করা যাবেনা। আগামি ২২ অক্টোবর শনিবার খুলনায় দশ লাখ লোকের সমাবেশ হবে বলেও নেতৃবৃন্দ ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/এএ