চাঁদপুরের পদ্মা-মেঘনায় মা-ইলিশ রক্ষায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান অভিযান পরিচালনা করেন। বুধবার দিনব্যাপী মেঘনা নদীর আনন্দবাজার, দাসাদী, কানুদী, রাজরাজেশ্বর ও জাহাজমারা এলাকায় পরিচালিত অভিযানে ৬ জন জেলে, ১টি নৌকা, ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ আটক করা হয়।
অভিযান পরিচালনাকালে বিভিন্ন স্থান থেকে ৬ জন জেলে, ১টি নৌকা, ৯০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ আটক করা হয়। জব্দকৃত ইলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হিমাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত নৌকাটি নৌ-থানার হেফাজতে দেওয়া হয়েছে। তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অভিযানে ধৃত মোট ৯৬ জন জেলেকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম