রাজধানীর মিরপুরের পূর্ব মনিপুর এলাকার ডেঙ্গু বিরোধী অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১টায় শেষ হয় এ অভিযান। এসময় এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন এক বাড়ির মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. মো. জোবায়দুর রহমান বলেন, পূর্ব মনিপুর ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় এয়ারলাইন্স বিল্ডার্স লিমিটেডের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এজন্য দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজকে এ এলাকার অন্য কোথাও এডিস মশার লার্ভা পাওয়া যায়নি। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।
তিনি বলেন, কাউকেই ক্ষমা করা হচ্ছে না। কোনো বাড়ির আশপাশে, ছাদে, ফুলের টব বা পরিত্যাক্ত স্থানে লার্ভা পাওয়া গেলেই জরিমানা অথবা নিয়মিত মামলা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ