নরসিংদীতে মামুন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাজীপুর এলাকার হাড়িধোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মামুন সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বউবাজার এলাকার আবদুল জলিলের ছেলে।
নিহতের মামা আফজাল হোসেন বলেন, মামুন মানসিক ভাবে অসুস্থ ছিলো। গত এক সপ্তাহ আগে তাকে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। আজ বৃহস্পতিবার সকালে হাড়িধোয়া নদীর হাজীপুর এলাকার আরশীনগর সেতুর নিচে একটি মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে স্বজনরা এসে মামুনের মরদেহ শনাক্ত করে।
নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর জলিল জানান, প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তে তা উদঘাটিত হবে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ