পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক বাড়ি থেকে মৃত মানুষের চারটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নাসিমা খাতুন (২৫) ও কমলা বানু পুতুল (৩৮) নামে দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন আয়োজন করে পঞ্চগড় পুলিশ। পুলিশ জানায়, বোদা ও আটোয়ারী উপজেলায় সম্প্রতি কঙ্কাল চুরির ঘটনায় মাঠে নামে ডিবি পুলিশ। এঘটনায় জড়িতদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষীর হাট ভুল্লিপাড়া গ্রামের রেজাউলের বাড়িতে অভিযান পরিচালনা করলে বাড়ির ঘরের ভিতরে থাকা একটি ট্রাংক থেকে মৃত মানুষের চারটি কঙ্কাল জব্দ করে।
আটক হওয়া নাসিমা খাতুনের বাড়ি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট ভূল্লিপাড়া ও কমলা বানুর বাড়ি একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। পরে তাদের ওই মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে রাজু ও রিয়াজুল নামে দুই ব্যক্তি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে ময়মনসিংহের ৪টি মৃত মানুষের কঙ্কাল পাচারের চেষ্টা করে। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে দুই নারীকে আটক করলেও রাজু ও রিয়াজুল পালিয়ে যায়।
পঞ্চগড়ে কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন