রাজবাড়ীতে দুই প্রতারককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুর জেলার সখিপুর থানার চরবাঘা গ্রামের আবুল সরদারের ছেলে শাহদাৎ সরদার (৩৪) এবং নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রুহুল আমীন মোল্লার ছেলে মাসুদ হোসেন (৩২)।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার রাতে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান শিকদার ও সঙ্গীয় ফোর্সসহ নারায়নগঞ্জ থেকে তাদের গ্রেফতার করেন।
রাজবাড়ী সদর থানায় প্রিয়া নামের এক নারীর দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয় বলে দাবি করেন মো. সালাহউদ্দীন। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন মামলার বাদী প্রিয়া ও তার স্বজনেরা।
বিডি প্রতিদিন/এএম