রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, একটি খোলা জিপ ( চাঁদের গাড়ি নামে পরিচিত) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক পাড়া থেকে যাত্রী নিয়ে মাচালং সাপ্তাহিক হাট বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। জিপটি সাজেক হাউজ পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীরা মারাত্মক আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার বিষয়ে রাঙামাটির সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক জানান, গাড়িটি প্রায় ১০০ ফুট নিচে পড়ে গেলেও কারো মৃত্যু হয়নি। কেন হাউজ পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটছে সে বিষয় পুলিশ তদন্ত করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল