দিনাজপুরের পার্বতীপুরে সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান, মজুরি বোর্ড গঠন, দুর্ঘটনা বীমা প্রদান ও পুলিশি হয়রানি বন্ধ করণসহ ১০দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও র্যালী করেছে ট্যাংকলরী শ্রমিকেরা।
আগামী রবিবারের মধ্যে দাবী আদায় না হলে আগামী ২৩ অক্টোবর থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারী দিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার সকাল ৯টায় রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের আয়োজনে সংগঠন কার্য্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিণ শেষে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক সোহরাব হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব আব্দুল মতিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ