মেহেরপুরের গাংনীতে ১৩০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বামুন্দী-দেবীপুর পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৪) ও মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের আবু বক্করের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩)।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত এলাকা থেকে পাখিভ্যানে মাদক পাচার হচ্ছে এমন সংবাদে বামন্দী পুলিশ ক্যাম্পের একটি দল পুলিশ বক্সের কাছে অবস্থান নেয়। আলাউদ্দীন ও উজ্জলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। মিষ্টি কুমড়ার বস্তায় ১৩০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল