টাঙ্গাইলের সখীপুরে গোয়ালঘরে লাগা আগুনে এক কৃষকের দুটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ঘোনারচালা পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক আনোয়ার বাদশা জানান, সন্ধ্যায় গরুর ঘরে দুটি গরু ও পাঁচটি ছাগল বেঁধে রেখে মশারি টানিয়ে দেওয়া হয়। মশা তাড়ানোর জন্য প্রতিদিনের মতো খড়কুটা দিয়ে বাইরে ধোঁয়া সৃষ্টি করা হয়। মধ্যরাতে প্রতিবেশীদের চিৎকারে গরুর ঘরে আগুন দেখতে পান। আগুন নিয়ন্ত্রণে আনলেও গরু ও ছাগল বাঁচানো সম্ভব হয়নি।
আনোয়ার বাদশা বলেন, ব্যাংক ও এনজিও থেকে ঋণ করে গরু-ছাগলগুলো কিনেছিলাম। পরিবার নিয়ে বেঁচে থাকার একমাত্র অবলম্বন আগুনে পুড়ে শেষ হয়ে গেল। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সামিউল বাছির বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মূলত কৃষকের অসাবধানতার কারণেই এ ধরনের ঘটনা ঘটে। এই মুহূর্তে আমাদের কোনো প্রণোদনা বা ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই। সরকারি কোনো প্রণোদনা আসলে তার বিষয়ে বিবেচনা করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল