বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিখোঁজের ২দিন পর ধানের জমির আইল থেকে চাঁন মিয়া (৫৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টায় শাজাহানপুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়ার একটি ধানের জমির আইল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত চাঁন মিয়া উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
নিহতের ভাতিজা তরিকুল ইসলাম জানান, তার চাচা চাঁন মিয়া অন্যের জমিতে দিনমজুরের কাজ করতেন। পাশাপাশি শ্যালো মেশিন দিয়ে অন্যের কৃষি জমিতে পানি সেচ দিতেন। গত মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার দুপুরের দিকে লোকমুখে জানতে পারেন সুজাবাদ উত্তরপাড়া এলাকায় ধানের জমির আইলে তার চাচা চাঁন মিয়ার মরদেহ পড়ে আছে।
শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ জানান, মরদেহ উদ্ধার করে পোস্টমোর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম