বরিশালে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। ‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ স্লোগান নিয়ে নগরীর বগুড়া রোডের খামার বাড়িতে কৃষি তথ্য সার্ভিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম, জেলা প্রশিক্ষন কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম, ডিএইর অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল হাসান, সদরের উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা হক ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল আলম ও কৃষক মো. গিয়াস উদ্দিন লিটু প্রমুখ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষক সহ ৭০ জন অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, ইঁদুর বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য নষ্ট করে। যা অর্ধকোটি মানুষের এক বছরের খাবারের সমান। এছাড়া প্লেগ, জন্ডিসসহ ৬০ ধরনের রোগ ছড়ায় ইঁদুর। সভায় ইঁদুরের ক্ষতিকর দিক এবং দমন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বিডি প্রতিদিন/এএম