বাংলাদেশে শতকরা ১২ দশমিক ৬ ভাগ নারী এ রোগে আক্রান্ত হচ্ছেন এবং শতকরা ৭০ ভাগ আক্রান্ত নারী স্তন ক্যান্সারে মৃত্যুবরণ করছেন। ব্যয়বহুল এই রোগে নারী মৃত্যুর বিষয়টি দেশের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোগীদের সচেতনতার অভাব ও ক্যান্সার আক্রান্ত হওয়ার তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ে চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসাকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে স্তন ক্যান্সার নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এ তথ্য জানানো হয়।
দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের গাইনী অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সাবেরা খাতুন, ডাঃ রহিমা খাতুন, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন রংপুরের প্রেসিডেন্ট ডাঃ ফ্লোরা শাহীন আক্তার, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ স্বপন কুমার নাথ, গাইনী বিশেষজ্ঞ ডাঃ সমর্পিতা ঘোষ তানিয়া।
দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর কর কমিশনার মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি। এতে রোটারী ক্লাব, ইনার হুইল ক্লাবের কর্মকর্তা ছাড়াও রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
বিডি প্রতিদিন/এএ