ময়মনসিংহের ফুলপুরে বিনামূল্যে ৪ শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার পৌরসভার গ্রামাউস মডেল একাডেমিতে এ সেবা প্রদান করা হয়। গ্রামীণ মানবিক সংস্থা (গ্রামাউস) -এর নির্বাহী পরিচালক জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-২ মো. আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় গ্রামাউসের পরিচালক মো. ফজলুর রহামান, উপপরিচালক হাবিবুর রহমান মড়ল, কর্মসূচি সমন্বয়কারী রাঘব নন্দন দত্ত, ১০ সদস্যের চিকিৎসক টিম, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে বিনামূল্যে রোগীদের ২৯২ জনকে চশমা, ৪৪৬ জনকে চিকিৎসা ও ১৭০ জনকে ছানী অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ- এর অর্থায়নে ও গ্রামাউসের পরিচালনায় ময়মনসিংহের ডা. কে, জামান চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উল্লেখ্য, এর আগে এ কর্মসূচির আওতায় বিনামূল্যে ৪ হাজার ২২ জন রোগীকে চক্ষুচিকিৎসা প্রদান ও ৮৮৮ জন রোগীর ছানী অপারেশন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ