নাটোরে মোঃ জাহাঙ্গীর ওরফে বাবু প্রধান (২৮) নামে এক যুবককে বৃহস্পতিবার মাদক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর সদরের ছাতনী সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ৭৮৫ পিস বিদেশী গোলাপী ইয়াবাসহ র্যাবের নাটোর ক্যাম্পের সদস্যরা জাহাঙ্গীর ওরফে বাবু প্রধানকে আটক করে। সে স্থানীয় মাঝদিঘা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। এ বিষয়ে র্যাবের এস আই মোঃ মহোশিন আলী বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করলে দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
বিডি প্রতিদিন/এএ