৪০তম বিসিএস নন-ক্যাডারে সুপারিশের নিয়ম বাতিলসহ ৬ দফা দাবিতে দিনাজপুরে সমাবেশ ও মানববন্ধন করেছে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় অপেক্ষমাণ থাকা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সুপারিশ প্রত্যাশী প্রার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ৬দফা দাবি আদায়ে হাবিপ্রবির প্রধান ফটকের সামনে মহাসড়কে এই সমাবেশ ও মানববন্ধন করে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় থাকা অপেক্ষমান প্রার্থীরা।
নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়মে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে প্রার্থীরা। নতুন নিয়ম চালু হলে ৩৭ ও ৩৮তম বিসিএসের তুলনায় কম সংখ্যক পদে নিয়োগ ও নিয়োগে দীর্ঘসূত্রিতা বাড়বে বলে আশঙ্কা তাদের।
প্রার্থীদের ৬ দফা দাবিগুলো হলো বিজ্ঞপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখওয়ারি নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণের বেকার বিরুদ্ধ ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল, ৪০তম বিসিএস নন-ক্যাডারের পদ ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসকে দেওয়ার অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ ইতিহাসের দীর্ঘকালীন ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করা, যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে, সেই একই প্রক্রিয়ায় বর্তমানে উদ্ভূত সমস্যার সমাধান, যার যা প্রাপ্য, তাকে তা-ই দেওয়া হবে’-পিএসসির এমন বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা ও বেকারত্ব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করে বেকার বান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন এবং গত এক যুগে পিএসসি যে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও বেকারবান্ধব প্রতিষ্ঠান ছিল, সেই ধারা অব্যাহত রাখা।
মানববন্ধনে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন ক্যাডার তালিকায় অপেক্ষমাণ থাকা প্রত্যাশী প্রার্থীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের দিকে আপনি তাকান এবং আমাদের এই ৬ দফা দাবি অবশ্যই বিবেচনা করুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ১২ ব্যাচের আল আমিন, ডিভিএম ১২ ব্যাচের মারুফা খাতুন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ