নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে পুলিশের উপর হামলার ঘটনার মামলায় আটক তিনজনসহ মোট ১৭ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতার তিনজনকে সোপর্দ করলে আদালতের বিচারক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ এ আদেশ দেন।
বুধবার রাতে নেত্রকোনার মডেল থানার পুলিশ জেলা ছাত্রদলের সহ সভাপতি সাখাওয়াত হোসেন হাইউল, সহ সভাপতি আমীর হাসান হিমেল এবং সদর উপজেলা ছাত্রদলের সহ সভাপতি গোলাম রব্বানীকে নিজ নিজ বাসা থেকে আটক করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার দুপুরে আটক তিনজনকে আদালতে সোপর্দ করলে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এসময় একই মামলার আরো ১৪ জন ছাত্রদল নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের জামিনও নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন