সিরাজগঞ্জের উল্লাপাড়া অলিদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে নিজ ভাতিজাকে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগে উঠেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর অলিদহ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ ও মৌখিক পরীক্ষায় ৯ জন প্রার্থী অংশ নেন। ওই সময় আব্দুল মান্নান নামে এক শিক্ষককে ডিজি প্রতিনিধি হিসেবে উপস্থিত দেখানো হয়। যদিও বিধান হলো– ডিজির প্রকৃত প্রতিনিধি বোর্ডে উপস্থিত থাকবেন।
সূত্র জানায়, নিয়োগের মৌখিক পরীক্ষার পর ফলাফল পরে জানিয়ে দেওয়া হবে জানিয়ে স্কুল বন্ধ করে নিয়োগ বোর্ডের সদস্যরা চলে যান। এরপর গতকাল বুধবার বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নানের ভাতিজা পলাশ উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও নিয়োগ বোর্ডের সদস্য আব্দুল মতিন জানান, নিয়োগ পরীক্ষা হয়েছে স্কুলে। কিন্তু সভাপতি কাকে নিয়োগ দিয়েছি তা জানি না।
ডিজির প্রতিনিধি নুরুল ইসলাম বলেন, আমার পরিবর্তে একজন শিক্ষককে পাঠিয়েছিলাম। কিন্তু নিয়ম অনুযায়ী আমাকেই স্বাক্ষর করতে হয়। তাই সভাপতি যাকে বাছাই (সিলেকশন) করে দিয়েছে তাকেই নিয়োগ দিয়ে রেজুলেশনে স্বাক্ষর করেছি।
বিধিবহির্ভূতভাবে নিয়োগ প্রদানের বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান বলেন, বিধি মেনেই নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল