নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে কুমিল্লার হোমনাগামী একটি যাত্রীবাহী বাসের পিছনের চাকা হঠাৎ খুলে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এসময় বাসটির চারটি চাকা খুলে যায় এবং কয়েকজন গুরুতর আহত হন। পুলিশ আহতদের ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন।
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে এখনো সাতজন চিকিৎসাধীন রয়েছেন।
শিমরাইল পুলিশ ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারো নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ