কুমিল্লা নগরীর প্রেসক্লাব এলাকায় পলিন নামে এক মাইক্রোবাস চালকের ইটের আঘাতে লিটন নামের আরেক চালক নিহত হয়েছেন। ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে।
নিহত লিটন নগরীর গয়ামবাগিচা এলাকার ছন্দু মিয়ার ছেলে। পলিন ও লিটন সম্পর্কে চাচাতো ভাই। ঘটনার পর থেকে অভিযুক্ত পলিন পলাতক রয়েছেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার শুক্রবার বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা প্রেসক্লাব এলাকার রেন্ট-এ কার স্ট্যান্ডে পলিন ও লিটন নামে দুই গাড়ি চালকের মধ্যে ভাড়া নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে পলিন ইট দিয়ে লিটনের মাথার পেছনে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় লিটনকে জেলা সদর হাসপাতালে নেন স্থানীয়রা। পরে রাত সাড়ে ৮টায় তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলিন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।”
বিডি প্রতিদিন/কালাম