ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘ইউনিভার্সিটি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি (অ্যাক্ট, রুলস্ অ্যান্ড অর্ডিনেন্স)’ বিষয়ক তিনদিন ব্যাপী কর্মশালা রবিবার বিশ্ববিদ্যালয়ের ৪১৪ নং সেমিনার কক্ষে শুরু হয়েছে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ