বরিশালের গৌরনদীতে চাচাতো ভাইয়ের ধারাল অস্ত্রের কোপে গুরুতর আহত সুমন হাওলাদারের (৩৪) মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে হামলার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় রাজধানী পোস্তাগোলা এলাকায় মারা যান তিনি।
নিহত সুমন উপজেলার বিল্বগ্রাম এলাকার মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে। স্থানীয় বাজারের টিভি মেকার ছিলেন তিনি।
নিহতের বড় ভাই সোলায়মান হাওলাদার জানান, বাড়ির যৌথ মালিকানাধীন পুকুরের সাথে সংলগ্ন খালের সংযোগ দেওয়ার জন্য সম্প্রতি একটি পাইপ স্থাপন করা হয়। পাইপ দিয়ে পুকুরের পানি নামানোয় পুকুরের পানি কমে যাওয়ায় ঘাটলায় হাত-মুখ ধুঁতে ও গোসল করতে অসুবিধা হচ্ছিল। পানি কম থাকার সুযোগে কেউ কেউ পুকুরে জাল দিয়ে মাছ ধরছিল।
গত বৃহস্পতিবার সুমন ওই পাইপটি উঠিয়ে ভেঙে ফেলেন। এ নিয়ে সুমন ও চাচাতো ভাই জাফর হাওলাদারের মধ্যে ঝগড়া হয়। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে সুমনের ওপর হামলা চালায়। তারা ধারাল বটি দিয়ে সুমনের মাথায় কোপ দেয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, সুমন মারা যাওয়ার আগে হামলার অভিযোগে তার স্ত্রী সুলতানা বেগম গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালতের মাধ্যমে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। রবিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে সুমনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
বিডিপ্রতিদিন/কবিরুল