করোনা ভ্যাকসিন ও শিশুদের নিয়মিত টিকা দানের জন্য নোয়াখালী জেলা শহর মাইজদীতে স্থায়ী ভ্যাকসিনেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন এ স্থায়ী টিকাদান কেন্দ্রের উদ্বোধন করেন নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।
এ সময় সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহফুজুল আলম, সহকারী প্রকৌশলী মেহেদী হাসানসহ চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থায়ী ভ্যাকসিনেশন সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে নোয়াখালী পৌর শহরের হাজারো মানুষের কষ্ট লাগব হবে। সিভিল সার্জন জানান, নির্দিষ্ট স্থান না থাকায় বিগত সময়ে অনেক গাঁদাগাঁদি করে অস্থায়ীভাবে টিকা গ্রহণ করতে হতো সেবা প্রত্যাশীদের। এতে সেবা প্রত্যাশীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। আজ থেকে তা আর হবে না।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন দোতলা বিশিষ্ট স্থায়ী ভ্যাকসিনেশন সেন্টার স্থাপন করে। ২০২১ সালের ১৩ জুন থেকে শুরু হওয়া এ নির্মাণ কাজ শেষ হয় চলতি বছরের ৩০ জুন। সেন্টার নির্মাণে সরকারের প্রায় ৪৬ লাখ টাকা ব্যয় হয়।
বিডি প্রতিদিন/এএ