সুনামগঞ্জে সাংবাদিক হোসাইন মাহমুদ শাহিন ও তার পরিবারের ওপর হামলা ও জমি দখলের প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন করেছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানার সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক আমিনুল হকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি বিজন সেন রায়, রওনক আহমদ, সাংবাদিক মিজানুর রহমান মিজান, আল-হেলাল, অরুণ চক্রবর্ত্তী, সেলিম আহমদ তালুকদার, হিমাদ্রি শেখর ভদ্র, সিরাজুল ইসলাম শ্যামল, একে কুদরত পাশা, মো.জসীম উদ্দিন, আব্দুল শহীদ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল