আগামী ২ নভেম্বর পার্বতীপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। কাক ডাকা ভোর হতে চলছে অবিরাম প্রচারনা। আবার বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন ভোটারদের মাঝে চলছে চুল চেরা বিশ্লেষণ। তবে পৌর এলাকার অলি-গলিসহ সবখানে পোস্টারে ছেয়ে গেছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে মাঠ।
এদিকে মেয়র প্রার্থী দু’জন ছুটে বেড়াচ্ছেন শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত, যে যার মতো করে ভোট চাচ্ছেন। পথসভা হচ্ছে কোনো কোনো স্থানে। চেয়ারম্যান পদের প্রার্থীরা ছাড়াও সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে নেতা-কর্মীরাও ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি।
এবারে পার্বতীপুর পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা মার্কা নিয়ে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন এবং নারিকেল গাছ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র এ. জেড. এম মেনহাজুল হক। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন এবং সংরক্ষিত মহিলা আসনের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৮ জন।
এবারের পার্বতীপুর পৌর নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতি ব্যবহার জানাতে বিভিন্ন জায়গায় প্রজেক্টরে শর্ট ফিল্ম প্রদর্শন করেছেন।
পার্বতীপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৪৭২ জন ও মহিলা ভোটার ১৬ হাজার ৯২৭ জন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালের ২৭ জানুয়ারি পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পার্বতীপুর পৌরসভার আয়তন বৃদ্ধির কারণে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সাথে সীমানা জটিলতা সৃষ্টি হলে এতোদিন পার্বতীপুর পৌরসভা নির্বাচন স্থগিত থাকে।
বিডি প্রতিদিন/হিমেল