মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের একটি যাত্রীবাহী বাসের চাপায় লাকি বেগম (৪০) নামের এক গৃহবধূর নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর পৌর এলাকার বৌলগ্রাম ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় শিশু ভ্যানচালকসহ নিহতের শিশুও গুরুতর আহত হয়েছে। মস্তফাপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা বাসটি টেকেরহাট থেকে রাজৈরের দিকে আসা ভ্যানকে চাপা দেয়। এঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে। নিহত গৃহবধূ লাকি পৌর এলাকার আলমদস্তার মালেশিয়া প্রবাসী ফরহাদ মোল্লায় স্ত্রী। আহতরা হলো শিশু ভ্যানচালক শামীম শেখ (১৩) ও নিহতের ছেলে সাজিন মোল্লা (১৬)। তাদের রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক