উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জয়পুরহাট জেলা জাতীয় পার্টি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্পাদক তিতাস মোস্তফা, জেলা জাতীয় পার্টি সভাপতি হলাল উদ্দিন,সদর উপজেলা জাতীয় পার্টি সভাপতি লোকমান হোসন, ক্ষেতলাল উপজেলা জাতীয় পার্টি সভাপতি মাহফুজার রহমান, জয়পুরহাট পৌর জাতীয় পার্টি সভাপতি মঞ্জুরুল ইসলাম,সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম রানা, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শামীম ইশতিয়াক জেম।
বক্তারা বলেন, উপজেলা ব্যবস্থা সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের অন্যান্য সৃষ্টি। উপজেলা ব্যবস্থার উপর দাঁড়িয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ে শামিল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/নাজমুল