গাজীপুরে জামিনে কারামুক্ত হয়েছেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো: সোহরাব উদ্দিন। রবিবার তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন। এসময় কারা ফটকে নেতা-কর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো: বজলুর রশীদ আকন্দ জানান, মো: সোহরাব উদ্দিনের জামিনের আদেশের কাগজপত্র হাতে এসে পৌঁছালে তা যাচাই বাচাই করে রবিবার তাকে মুক্তি দেওয়া হয়েছে।
বিএনপি নেতা সোহরাব উদ্দিনের আইনজীবী এডভোকেট সিদ্দিকুর রহমান জানান, রবিবার সোহরাব উদ্দিনের পক্ষে করা জামিন আবেদনের শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট আদালত তাকে জামিনের আদেশ দেন। তিনি আরো জানান, সোহরাব উদ্দিন চিকিৎসার জন্য গত ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যে ছিলেন। গত ১০ অক্টোবর গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ে স্মরণসভা শেষে শোক র্যালি বের করাকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় সোহরাব উদ্দিনকে ৬নং আসামি করা হয়েছিল। দেশে ফিরে ১৭ অক্টোবর তিনি ওই মামলায় গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন প্রার্থনা করলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
জামিন শুনানিকালে সোহরাব উদ্দিনের আইনজীবী এড. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার সময় সোহরাব উদ্দিন বিদেশে ছিলেন এবং মামলার ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। রাজনৈতিক কারণে তাকে এ মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন